রাজশাহীতে প্রথমবারের মতো আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ নাইট টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরীর দড়ি খরবোনা কবর খনন কমিটির উদ্যোগে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, রাজশাহী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. মো. আরিফুজ্জামান সোহেল, রাজশাহী মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ ইফতেখার জিমু।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক লিমন, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আজাদ কামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

