গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে কমিউনিটি ব্রডকাস্ট কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ বেতার। এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ বেতার রাজশাহী-এর আয়োজনে ‘গণভোট ও নির্বাচনে ভোটার সচেতনতায় বাংলাদেশ বেতারের কমিউনিটি ব্রডকাস্ট’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভোটকেন্দ্রে গমন, ভোট প্রদান এবং গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহীদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, গণভোটের মাধ্যমে দেশের জনগণ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে। ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়ন সম্ভব। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ভোটের মধ্য দিয়ে বৈষম্যহীন ও শান্তিপূর্ণ বাংলাদেশের পথে এগোনোর সুযোগ তৈরি হবে। জনগণের হাতেই ভবিষ্যৎ নির্মাণের চাবি রয়েছে—এই চাবি ব্যবহারের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার ও সহিংস রাজনীতির অবসান ঘটিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দিতে গণভোট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সুষ্ঠু ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা ও ইতিবাচক প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান। বক্তারা বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটারদের সচেতনতা অপরিহার্য। রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ বেতার দীর্ঘদিন ধরে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তথ্য প্রচারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে।
বক্তারা আরও বলেন, গণভোট ও নির্বাচনের সময় সঠিক তথ্য পৌঁছে দেওয়া, গুজব প্রতিরোধ এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ বেতারের সম্প্রচার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাম-শহর সর্বত্র বেতারের বিস্তৃত শ্রোতা পরিসরের কারণে সাধারণ মানুষের কাছে নির্বাচনী বার্তা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বাংলাদেশ বেতার আগামীতেও জনস্বার্থে এ ধরনের কমিউনিটি ব্রডকাস্ট ও সচেতনতামূলক অনুষ্ঠান অব্যাহত রাখবে।

