
ঝিনাইদহে সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা রজব আলী সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পন্ন, শোক প্রকাশ
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে সোনালী ব্যাংকের সাবেক সিবিএ নেতা রকিবুল আলম ওরফে রজব আলী মালিতা(৬২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে তার গ্রামের বাড়ি সদর উপজেলার পানামী স্কুল মাঠে নামাজের যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঝিনাইদহ জেলা শ্রমিক-দলের নেতা ও সোনালী ব্যাংকের অফিসার রজব আলী মালিতা সদর উপজেলার পানামী গ্রামের মৃত কোবাদ আলী মালিতার ছেলে। মৃতকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তিনি গ্রামের বাড়িতে জুম্মার নামাজ পড়ার জন্য ঝিনাইদহের কাঞ্চননগরের বাসা থেকে বের হন। তিনি ঝিনাইদহ-মাগুরা সড়কের শরিফুলের পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে একটি পরিবহন তাকে পিষ্ট করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে বিএনপি নেতা রজব আলীর মৃত্যুতে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ নানা শ্রেণীপেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।