ঝিনাইদহে একাডেমি অব ফাইন আর্টস স্বপ্নচারু প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষককে বিদায় ও নতুন শিক্ষকদের বরণ

ঝিনাইদহে একাডেমি অব ফাইন আর্টস স্বপ্নচারু প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষককে বিদায় ও নতুন শিক্ষকদের বরণ
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে একাডেমি অব ফাইন আর্টস স্বপ্নচারু প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষককে বিদায় ও নতুন শিক্ষকদের বরণ করে নেওয়া হয়েছে। দুপুরে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের সামনে স্বপ্নচারু প্রতিষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শাহীন চারুদেশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড এবং রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, প্রতিষ্ঠানের আবৃত্তি শিক্ষক আল-মামুন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইসরাত জাহান প্রিতী ও আফসানা আক্তার মীম। অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষক ডালিয়া সুলতানাকে সম্মামনা ক্রেষ্ট দিয়ে বিদায় জানানো হয় ও নতুন শিক্ষক তামান্না আক্তার, চাঁদনী আক্তার মীম, মৌনতা হাসানকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য, স্বপ্ন শেখায়, স্বপ্ন দেখায় এ শ্লোগানে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দি সড়কের উজির আলী স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশে ২০১৭ সালে হাটি হাটি পা পা করে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। বর্তমানে প্রতিষ্ঠানে শতাধীক শিক্ষার্থীদের নিয়ে ড্রইং এন্ড পেইন্টিং, হাতের সুন্দর লেখা, আবৃত্তি, উপস্থাপনা ও বিতর্কসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category