
ঝিনাইদহে চালু হয়েছে গণপরিবহন, জনজীবনে স্বস্তি
ঝিনাইদহ প্রতিনিধি:
সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ার কারণে ঝিনাইদহে চালু হয়েছে গণপরিবহন। স্থানীয় ও দূরপাল্লার যান চলাচলও করতে দেখা গেছে।
ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে জনজীবনে স্বস্তি ফিরেছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে স্থানীয় রুটে যান চলাচল স্বাভাবিক হলেও দূরপাল্লার রুটে বাস চলছে সীমিত সংখ্যক।
যাত্রী কম থাকায় বাসের সংখ্যা কম। এছাড়া ইন্টারনেট পুরোপুরি চালু না হওয়ার কারণে অনলাইনে টিকিট কেনা যাচ্ছে না। ফলে অনেক বাসের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তবে বাস কম সংখ্যক চললেও পণ্যবাহী যানবাহন স্বাভাবিক চলাচল করছে।
এদিকে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কারফিউ শিথিল হওয়ায় কর্মব্যস্ত সময় পার করছেন কর্মজীবীরা।
বায়ন্নর বাংলাদেশকে ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) এসএম রফিকুল ইসলাম জানান, সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ায় জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরছে।