
জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, জাহাজে হাজীদের পাঠানো হলে চার্টারশিপ ভাড়া করতে হবে। এটা করতে গেলে আমাদের দুই হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এই টাকা যদি বাংলাদেশ ব্যাংক আমাদের ঋণ দেয় তাহলে হাজীদের কম খরচে পাঠানো সম্ভব হবে।
হেফাজতে ইসলামের জেলার সাবেক সহসভাপতি আবু তাহের জিহাদীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
চট্টগ্রামে পূজা অনুষ্ঠানে সংগীত পরিবেশন প্রসঙ্গে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সজল দত্ত নামের এক হিন্দু লোক, কিছু মুসলমান ছাত্রদের পূজা মন্দিরে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেন হিন্দু-মুসলিম ঐক্য-মিলন জাতীয় সংগীত পরিবেশন করা হয়। তারা এটা করেছেন। তিনি বলেন, আমাদের কাছে দুই ধরনের তথ্য আসছে, আমরা জেলা প্রশাসকের কাছ থেকে লিখিত বক্তব্য পেলে তখন সরকারিভাবে সেস্টমেন্ট দিতে পারব।