
ঝিনাইদহ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা জামায়াতের রুকন সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯টায় ঝিনাইদহ আল-হেরা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে এই সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আলী আজম মোঃ আবুবক্কারের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল আউয়ালের সঞ্চালনায় রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য ড.আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ খন্দকার আলী মহসিন।