October 8, 2025, 8:15 am
শিরোনাম:
পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামীদের সীমান্তবর্তী দুই এলাকা থেকে আটক ২ রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ৭৫ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলেন, সেরা প্রতিমা সম্মান ২০২৫ মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসব শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ১০ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলো ,সেরা প্রতিমা সম্মান ২০২৫ দুর্গাপূজার আগে কলকাতা প্রেস ক্লাবে” নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা” ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত পুজোয় ধামাকা অফার “হাবিবস” স্যালন বাংলাভাষীদের উপর বিজেপির সন্ত্রাস এবং বাংলার বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্মতলা স্ট্রিট হকার ইউনিয়নের পক্ষ থেকে এক বিশাল মিছিল পুঠিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা বঙ্গ গৌরব সম্মান ২০২৫ এবং মিশন বিশ্ব গুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি এন্ড কালচার জাতীয় সম্মেলনের আয়োজন করা হলো
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
গুলিসহ ভাইকে কবর দেওয়া হয়েছে
190 Time View
Tuesday, July 30, 2024

গুলিসহ ভাইকে কবর দেওয়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত হয়েছেন কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের মুদি দোকানি মো. ইজারুল হকের ছেলে মো. আলমগীর শেখ।

বৃহস্পতিবার (২৫) জুলাই দুপুরে সরেজমিন আলমগীরের বাড়িতে যেয়ে দেখা যায়, তার বাড়ি মাতম চলছে। কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছেন তার মা আলেয়া খাতুন। বৃদ্ধ বাবা ইজারুল হক কাঁদতে পারছেন না, তাকিয়ে আছেন অপলক। স্ত্রী রিমা খাতুনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারিদিক।

এ সময় আলমগীরের ছোট ভাই আজাদ হক বলেন, ‘বন্ধুরা ভাইকে হাসপাতালে নিলেও ডাক্তার ছিল না। চিকিৎসা পায়নি। শরীর থেকে গুলিও বের করা হয়নি। গুলিসহ ভাইকে কবর দেওয়া হয়েছে।’

কাঁদতে কাঁদতে মা আলেয়া খাতুন বলেন, ‘আমার ছেলে খুব ভালো, ধার্মিক ছিল। গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকা লোকদের পানি খাওয়াতে গিয়েছিল। তখন হেলিকপ্টার থেকে পুলিশ তিনটি গুলি করে ছেলেকে মেরে ফেলেছে। আমার বেটা তো আর ফিরে আসবে না। এখন ওর বউ -ছোয়ালপাওয়াল দেখবি কিডা? বাড়িছাড়া জাগা-জমি কিচ্ছু নাই। ক্যাম্বা (কীভাবে) চলব? সরকার যদি একটু দেখতে তবেগা বাঁচতাম।

স্ত্রী রিমা খাতুন বলেন, ‘চাকরির টাকায় সংসার চলতো না। সেজন্য ও (আলমগীর) অবসরে পাঠাও মোটরবাইক চালাতো। এখন তো সব শেষ। শ্বশুর-শ্বাশুড়ি, ছেলে, মেয়ে নিয়ে কি করে খাব?’ কোম্পানি ও সরকারের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বাবা ইজারুল হক বলেন, ‘আমি বুড়ো মানুষ। বড় ছেলেই ছিল সকলের ভরসা। ঘরের সঙ্গে ছোট দোকানে তেমন বেচাকেনা হয় না। খুব দুশ্চিন্তায় আছি পরিবার নিয়ে।’

জানা গেছে, প্রায় ২০ বছর আগে ঢাকায় পাড়ি জমান মো. আলমগীর শেখ। গত ৮ বছর ধরে ঢাকার রামপুরা এলাকায় হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটি গাড়ির চালক ছিলেন। এতে যা বেতন পেতেন, তা দিয়ে তার ছেলে-মেয়ের পড়াশোনা, বাসা ভাড়াসহ সংসার চলতো না। সেজন্য তিনি অবসরে অ্যাপসভিত্তিক পাঠাও মোটরবাইক চালাতেন। তবে ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রামপুরা বিটিভি ভবন এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই গভীর রাতে অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছে দেয় কোম্পানির লোকজন। আর ২১ জুলাই সকালে গ্রামের বাড়িতে সামাজিক কবরস্থানে মরদেহটি দাফন করা হয়।

স্বজনদের দাবি, ১৯ জুলাই জুমার নামাজ শেষে স্ত্রীকে রান্নার কথা বলে রামপুরা এলাকায় নিজ কর্মস্থলের কার্যালয়ে গিয়েছিলেন আলমগীর। সেদিন হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে কিছু আন্দোলনকারী আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। তখন তিনি পানির বোতল নিয়ে আহতদের পানি পান করাতে যান। সে সময় হেলিকপ্টার থেকে ছোড়া তিনটি গুলি লাগে তার শরীরে। এতে আহত হন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত স্বজনদের খোঁজখবর নেওয়াসহ তালিকা করা হচ্ছে। সরকারিভাবে কোনো নির্দেশনা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category