
গত শনিবার ২৫ শে জানুয়ারি দুপুর ০১টায় রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা ও যুগ্ন আহবায় সিনিয়র রাজনীতিবিদ নজরুল হুদার সাথে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা ও যুগ্ন আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ নজরুল হুদার সাথে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় তারা বলেন, আমরা আওয়ামী দু:শাসনের আমলের মত মিডিয়ার কণ্ঠ রোধ করতে চায় না। আমরা সাংবাদিক বৃন্দদের কাছে আশা করছি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও পরিবেশন করার জন্যে । তারা সাংবাদিকদের পাশে সব সময় থাকবেন বলেও ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিটিসি নিউজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল আক্তার কাজল।
আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের সভাপতি এম এ আরিফ, সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি রাকিবুল হাসান, সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল বশির ডলার, প্রচার সম্পাদক মুমিত হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মমিন উদ্দিন জাদরান, সহ দপ্তর সম্পাদক আবুল বাশার, ইসমাইল হোসেন, সহ অর্থ সম্পাদক রবিন হক, সহ-প্রচার সম্পাদক শাহিনুর রহমান আকাশ, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা ঝরনা খাতুন, রিফা ইসলাম লিজা, মাফুজা আক্তার বৃষ্টি, নির্বাহী সদস্য অ্যাডভোকেট লুৎফর রহমান, সদস্য মোঃ সজিব, তানজীব ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।