
কোলকাতা থেকে শম্পা দাস: দুর্গাপূজার আগে কলকাতা প্রেস ক্লাবে” নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা” ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশিত হয় ২৩ সেপ্টেম্বর।
পুরান মতে যুগের পর অসুর শক্তির প্রভাব সমাজকে আচ্ছন্ন করে এসেছে।
বর্তমান সময়েও সেই অশুভ শক্তি যখন হিংসা, লোভ, কুসংস্কার আর অসভ্য কে জড়িয়ে ধরছে বিশেষ করে নিজের স্বার্থ চরিতার্থ করতে পাস কর্মে লিপ্ত হচ্ছে- সমাজ বদ্ধ জীবন কে সঠিক ও সুস্থভাবে জীবন যাপনের জন্য প্রয়োজনী শিক্ষা – শিক্ষায় শিক্ষিত হলে ও সুরুচি সম্পন্ন যে সেটার খুবই অভাব – পরিস্থিতির শিকার হয়ে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে, এখনকার সময়ে সমাজের চেতনা ফেরাতে – পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের ভাষায় ” চৈতন্য হোক ” এই সিনেমা- ছবির চিত্রনাট্য, সংলাপ পরিকল্পনা ,গান ,অভিনয় ও পরিচালনায় সত্যব্রত । এই চলচ্চিত্র কেবল বিনোদনের উপকরণ না হয়ে সমাজে এক নতুন চেতনার সঞ্চার ঘটাক।
কৃষ্টি ক্রিয়েশন নিবেদিত এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয়, পাপিয়া অধিকারী ,অন্নকুমার শর্মা অনির্বাণ ,নিবেদিত সেন , প্রবির অধিকারী, সুব্রত ,নীতি শিল্পী ও আরো অনেকেই।
এছাড়াও সংগীতশিল্পী অনুপ জালোটা , পন্ডিত তুষার দত্ত, শ্বেতা গুপ্তা স্ত্রোত্রে, শুভ দাশগুপ।