
কলকাতা থেকে শম্পা দাস: গত ২৯ শে সেপ্টেম্বর সোমবার ঠিক সন্ধে সাতটায় বরানগরের মিলন মঞ্চ ১০ তম বর্ষের ভাবনা ও প্রতিমাকে কেন্দ্র করে সেরা ২৫ টি ভাবনার মধ্যে থেকে ছিনিয়ে নিল সেরা ভাবনা ও প্রতিমার শিরোপা বেঙ্গল নেশন টিভির পরিচালনায় এবং মিডিয়া পাটনা দৈনিক দুরন্ত বাংলা নগদ টিভি টাইম টিভি একাধিক সহযোগিতায় মিডিয়া ও বিচারকের বিচারে শারদ সম্মান ২০২৫ সেরা প্রতিমা ষষ্ঠীর রাত থেকেই একের পর এক বেশ কয়েকটি ফরমানে ভূষিত হয়েছেন বিভিন্ন সংস্থা ও মিডিয়ার পুরস্কারে ক্লাবের উদ্যোক্তারা আনন্দিত তাদের ভাবনাকে এবং প্রতিমাকে বিচারের মধ্যে দিয়ে বেছে নেয়া হয়েছে ক্লাবের উদ্যোক্তারা আশা করেছেন আরও বিরপা পাবেন।
মিলন মঞ্চের সম্পাদক অমিত ঘোষ মহাশয়, সভাপতির রঞ্জন মিত্র ,কোষাধ্যক্ষ শিশির কুমার পাল , রঞ্জিত চক্রবর্তী ,সুমিত ঘোষ ,অয়ন চক্রবর্তী , স্নেহাশীষ ঘটক, সুদীপ সেন এছাড়াও সকল সদস্যগণ উপস্থিত ছিলেন শারদ সম্মান ২০২৫ সেরা প্রতিমা সম্মানিত হলেন মিলন মঞ্চে সকল সদস্যের হাতে এই সম্মান তুলে দেয়া হলো।
এছাড়াও অমিত ঘোষ মহাশয় বলেন তার বক্তব্যে যে এই পুজো প্রতিমার রূপ সাবেকিয়ান , বছরের পর বছর ধরে এইরূপেই মাকে পুজো করা হয় । তিনি আরো বলেন যে মিলন মঞ্চর অর্থ হল একত্রিতভাবে সবাইকে নিয়ে চলা, মনের মিল থাকলেই এইভাবে পাশে থাকা যায়। এই পাঁচ দিন ধরে একটা পরিবারের মতন হয়ে এই পুজো হয় , এবং খাওয়া-দাওয়া আনন্দ সবকিছুই মন্ডপে । এই শিরোপা আমার একার জন্য এনে দেয় না ,একা যাহারা আমাদের সহযোগিতা করেছেন ,যারা আমার পাশে সব সময় থাকার চেষ্টা করছেন । সবার সহযোগিতার সার্থক হয়েছে। এইভাবেই তিনি আগামী বছরগুলোতেও এই ভাবেই যেন পুজো করে যেতে পারে , আর আশেপাশের সকল সদস্য বৃন্দরা যেন তার পাশে থাকেন, একটি পরিবারের মতন আপদে-বিপদে আনন্দে খুশিতে সবসময় যেন পাশে দেখতে চান এই সকল পরিবারের মানুষ জনদের। তিনি আরো বলেন যে কম্বল দান ,বস্তদান ,ডেঙ্গু , রক্তদান এইসব কাজ তিনি সারা বছর ধরে করে থাকে। অমিত ঘোষ মহাশয় এর চিন্তাভাবনা খুবই ভালো। তিনি আগামী দিনেও একত্রিতভাবে সবাইকে নিয়ে পথ চলতে চান আর সব মানুষরা যেন তার পাশে থাকেন। তাই সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আর সকল সংবাদ মাধ্যমকে কৃতজ্ঞতা জানাই। যেভাবে আমাদের এই ভাবনাকে এবং প্রতিমাকে মানুষের সামনে পৌঁছে দিয়েছেন
আমাদেরও মিডিয়ার পক্ষ থেকে রইল প্রীতি ও শারদীয়ার শুভেচ্ছা সবাই সুস্থ এবং ভালো থাকুন।