
কলকাতা থেকে শম্পা দাস: বাংলাভাষীদের উপর বিজেপির সন্ত্রাস এবং বাংলার বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্মতলা স্ট্রিট হকার ইউনিয়নের পক্ষ থেকে এক বিশাল মিছিল বের করা হয়। এই মিছিল ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত যায় । INTTUC West Bengal (INTTUC North kolkata District) পক্ষ থেকে আয়োজিত হয়েছিল এই বিশাল মিছিল।
এই সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল এর সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। INTTUC উত্তর কলকাতার জেলার সভাপতি স্বপন সমদ্দার এছাড়াও অসিত বরণ সরকার । এবং INTTUC সভাপতি কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ধর্মতলার স্ট্রট হকার ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জু রায়। শক্তি মন্ডল ওয়েস্ট বেঙ্গল INTTUC ভাইস প্রেসিডেন্ট এবং একইসঙ্গে উত্তর কলকাতার জেলার INTTUC সম্পাদক বিশ্বজিৎ দাসগুপ্ত নিমাই ঘোষ উত্তর কলকাতা জেলা INTTUC ভাইস প্রেসিডেন্টসহ আরো অনেক ব্যক্তিবর্গ এবং প্রত্যেকে এই মিটিং(সভা) উপস্থিত ছিলেন শুধুমাত্র তাই নয় ।
যে মিছিল বাংলা ভাষার ওপর যে আক্রমণ বারবার করা হয়েছে সেই বাংলাভাষীদের উপর বিজেপি সন্ত্রাস এবং বাংলা বিদ্বেষ তার সঙ্গে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্মতলার স্ট্রিট হকার ইউনিয়নের পক্ষ থেকে প্রত্যেকেই পথে নেমেছিলেন।