শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী মহানগরীর ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল-মামুনের ইন্তেকাল পুলিশের তালিকাভুক্ত মাদকের গডফাদারকে নিয়ে রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী’র প্রচারণা রাজশাহীতে নিখোঁজের চার দিন পর শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার ঢাকায় বড় ভূমিকম্পের সতর্কবার্তা: ২১ লাখ ভবন ঝুঁকিতে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট শেখ হাসিনার রায় ঐতিহাসিক -অন্তর্বর্তী সরকার, শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড বিশেষ ট্রাইব্যুনালের রায়কে ঘিরে কড়া নিরাপত্তা: রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষাবৃত্তি বিতরণ শুরু, দরিদ্র ও মেধাবীদের পাশে সিটি প্রশাসন পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা, ভোট দিতে প্রস্তুত জনগণ : অধ্যাপক আবুল কালাম
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
৭৫ তম বর্ষে ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলেন, সেরা প্রতিমা সম্মান ২০২৫
/ ৭৬ Time View
শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ন

কলকাতা থেকে শম্পা দাস : গত ২রা অক্টোবর, বৃহস্পতিবার দুপুর তিনটের সময় নেতাজি কলোনি উত্তরাঞ্চল সার্বজনীন দুর্গাউৎসব ৭৫তম বর্ষে পদার্পণ করলেন । আজ ২রা অক্টোবর গান্ধী বার্থডে এবং তার সাথে বিজয় দশমীতে মাকে একের পর এক বরণ করছিলেন অধিবাসীবৃন্দ। সেখানে আমরা এসে উপস্থিত। উত্তরা অঞ্চলের অধিবাসীবৃন্দের এ বছরের ৭৫তম বর্ষের ভাবনা “ফিরে দেখা “। পরিকল্পনায় এবং রূপায়ণে ছিলেন রুদ্র প্রসাদ । আর ভাবনার সাথে ও প্রতিমার সুন্দর রূপ ফুটে উঠেছিলেন । এবং ৭৫তম বর্ষের ভাবনা এবং প্রতিমাকে কেন্দ্র করে এবং সেরা ২৫ টি ভাবনার মধ্যে থেকে ছিনিয়ে নিল সেরা ভাবনা ও প্রতিমার শিরোপা , বেঙ্গল নেশন টিভির পরিচালনায় এবং মিডিয়া

পার্টনার দৈনিক দুরন্ত বাংলা, নগদ টিভি , ক্রাইম টিভি একাধিক সহযোগী মিডিয়া ও বিচারকের ব বিচারে শারদ সম্মান ২০২৫ সেরা প্রতিমা তুলে দেয়া হল উওরাঞ্চল অধিবাসীবৃন্দের হাতে। এবং ষষ্ঠীর রাত থেকেই একের পর এক বেশ কয়েকটি সম্মানে ভূষিত হয়েছেন বিভিন্ন সংস্থা ও মিডিয়ার পুরস্কারে । ক্লাবের উদ্যোক্তারা আনন্দিত। তাদের ভাবনাকে এবং প্রতিমাকে বিচারের মধ্যে দিয়ে বেছে নেয়া হয়েছে। ক্লাবের উদ্যোক্তারা আশা করেছেন আর ও শিরোপা পাবেন।

নেতাজি কলোনির উত্তরা অঞ্চল সর্বজনীন দূর্গা উৎসব পুজো কমিটি সভাপতি শ্রী তরুণ কুমার আইচ , কার্যকরী সভাপতি শ্রী গোরা রায়চৌধুরী , সম্পাদক শ্রী অনলাভ ভট্টাচার্য (মনা) , সহ-সভাপতি শ্রী পার্থ সাহা (গোপাল ),শ্রী বিনয় কৃষ্ণ সরকার , প্রধান উপদেষ্টা শ্রী সুব্রত গাঙ্গুলী ,শ্রী অমর চন্দ্র দাস, ডঃ শুভজিৎ চক্রবর্তী, এছাড়াও উপস্থিত রয়েছেন বিজয় কৃষ্ণ দাস, বিমান সেন ,সুনীল কর্মকার, বিশ্বজিৎ কর্মকার ,গৌতম চৌধুরী, রতন সরকার, গনেশ আইচ, গোপাল কংস বণিক ,সৌরভ দত্ত, শিবাজী বসু রায় চৌধুরী ,প্রদীপ কুমার সেন ,সুশীল কর্মকার, নিতাই ব্যানার্জি, সজল চৌধুরী , চন্দ্র সেন পরিমল সাহা, পঞ্চানন রায়।

নেতাজি কলোনি উত্তরাঞ্চলে সার্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতিবছর সাধারণ মানুষকে নতুন নতুন ভাবনা উপহার দেন। এবারের ক্লাবের উদ্যোক্তা শ্রী তরুণ কুমার সকলকে নিয়ে একটি নতুন ভাবনা ভেবেছিলেন। এ বছরের ভাবনা”ফিরে দেখা” আমরা ছোটবেলা থেকে যে সব কমিক পড়ে এসেছি স্বর্গীয় শ্রী নারায়ন দেবনাথ এর। তার ১০০ তম বছর উপলক্ষে তাকে স্মরণ করে আমরা এই যে কমিক গুলি করে গেছেন সেটাকেই তুলে ধরেছি। নন্টে ফন্টে , হাদাভোদা, পাটুল দ্যা গ্রেট আনন্দবাজার পত্রিকার দ্বিতীয় পাতায় থাকতো এই কমিক। নিউজ পেপার খুলে আমাদের চোখ প্রথমে পড়তো কমিকের দিকে। শিশুকালে বা অল্প বয়সে নারায়ণ দেবনাথ কমিকের মাধ্যমে যে সাহিত্য বা গল্প বলার চেষ্টা করেছিলেন যে সমস্ত ভাষায় উচ্চারণ করে সকলকে বুঝিয়ে ছিলেন, এই কমিক পড়ার সুযোগ আমরা পেয়েছিলাম কিন্তু বর্তমান প্রজন্ম এই কমিক পড়ার সুযোগ খুব কম পেয়েছে। এখনকার বেশিভাগ ছেলেমেয়েরা কমিক পড়ার সুযোগ পায় না, পড়াশোনা চাপের জন্য। বর্তমান প্রজন্মকে জানাবার জন্য আমরা বিশেষ করে নারায়ন দেবনাথের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে শিশু মনের বিকাশের জন্য আমরা এবছরের উপস্থাপনা “ফিরিয়ে দেখো” ।এই “ফিরে দেখো ” থিমমেকার রুদ্ধ প্রদিম দত্ত। সমস্ত দর্শকবৃন্দরা তাদের ছোট ছোট শিশুদের নিয়ে এসেছেন, এই নেতাজি কলোনি উত্তরা অঞ্চলের মন্ডপে, অনেকক্ষণ ধরে সময় নিয়ে সমস্ত মণ্ডপটি পরিদর্শন করেছেন। এবং সকল দর্শকদের কাছে ” ফিরে দেখো ” ভাবনাটা খুবই ভালো লেগেছে এবং মন ছুয়ে গেছে প্রতিটি দর্শকদের। প্রতিদিন এই মন্ডপে প্রচুর ভিড় ছিল । তার সাথে সাথে তিনি বললেন দশমীর প্রীতি এবং শুভেচ্ছা সকল দর্শনার্থীদের সুস্থ থাকুন ভালো থাকুন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category