
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ০১:৩০ মিনিটে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন’র সাথে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের সাংবাদিক নেতৃবৃন্দ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় ওসি সাংবাদিকদের উদ্দেশে বলেন, অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা আছে বলেই আপনারা সাংবাদিকতা পেশায় এসেছেন। গণমাধ্যম হচ্ছে প্রতিবাদ করার শক্তিশালী মাধ্যম। পুলিশ ও সাংবাদিক নিজ নিজ অবস্থান থেকে যদি অন্যায়ের প্রতিবাদ করেন, তাহলে সমাজে অপরাধ দূর করা সম্ভব।
আইনশৃঙ্খলার দিক থেকে কাটাখালী থানাকে মডেল হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা চান ওসি আব্দুল মতিন ।
তিনি আরো বলেন, জাতি, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সমাজের সকল মানুষের জন্য কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা চান। মাদকের সঙ্গে কোনো আপস নয় বলে সাফ জানিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি এম এ আরিফ, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সহ-সভাপতি রাকিবুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক অব্দুল বশির ডলার, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, কাটাখালী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ নাদিম সহ আরো অনেক উপস্থিত ছিলেন।