
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলার পবায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুরায়ি) বেলা ১২টার উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসভায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে অংশগ্রহণ মূলক আলোচনা করা হয়। গ্রাম আদালত কি এবং কেন, কোন কোন মামলা দায়ের করা যায়, গ্রাম আদালত গঠন প্রক্রিয়া,ফিস, মামলা নিষ্পত্তির সময়সীমা ইত্যাদি বিষয়ের উপরে নির্মিত ভিডিও প্রদর্শনের মাধ্যমে আলোচনা করেন বক্তারা।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আয়োজনে পারিলা ইউপি চেয়ারম্যান মোঃ সাঈদ আলীর
সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গ্রাম আদালতের উপজেলা সম্নয়কারী রন্জন কুমার রায়।
ইউপি চেয়ারম্যান সাঈদ আলীর বলেন, গ্রাম আদালতের মাধ্যমে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বাদী ও বিবাদী সমস্যার সমাধান করার চেষ্টা করি। গ্রাম আদালত সচল হলে বিচারিক আদালতের মামলা কমে যাবে। তখন আর টাকা পয়সা খরচ করে মানুষের কোর্টের বারান্দায় কিংবা থানায় যেতে হবে না।
অনুষ্ঠানে ইউনিয়নের সকল ইউপি প্রতিনিধিগণ, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, গণ্যমান্য ব্যক্তি,ধর্মীয় প্রতিনিধি,কৃষক প্রতিনিধি সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।