নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
বাঘা উপজেলার গড়গড়ী, সরেরহাট ও খানপুর বাজার এলাকায় বিএনপির ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।
—
নির্বাচন পেছানোর চিন্তা ফ্যাসিবাদী: মামুন
গোলাম মোস্তফা মামুন বলেন, “বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় হলো একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কেউ কেউ নির্বাচন বিলম্বিত করতে চাইছে— যা ফ্যাসিবাদী শক্তির চিন্তা-ভাবনারই প্রতিফলন। বিএনপি পরিবর্তন চায় জনগণের ভোটের মাধ্যমেই। সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের বিকল্প নেই।”
—
৩১ দফায় রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা
বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা প্রসঙ্গে মামুন বলেন, “এই রূপরেখা শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তনের জন্য নয়; এটি দেশের সার্বিক সংস্কারের নকশা। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিচারব্যবস্থা ও প্রশাসনে জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে এই কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতেই বিএনপি এই পরিকল্পনা নিয়েছে।”
—
ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। রাতের ভোট ও প্রশাসনিক প্রভাবের মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষা করা হয়েছে। এবার সেই ইতিহাস যেন পুনরাবৃত্তি না হয়, এজন্য নেতা-কর্মী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের সবাইকে মাঠে থাকতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
—
অঙ্গীকার ধানের শীষের পক্ষে
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

