
যাদের লাইসেন্স বা ছাড়পত্র নেই সেসব ইটভাটা বন্ধ করা হবে
ন্যাশনাল ডেস্ক:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যাদের লাইসেন্স বা ছাড়পত্র নেই সেসব ইটভাটা বন্ধ করে দেয়া হবে। বুধবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন করে কোনো ইটভাটার অনুমোদন দেয়া হবে না। ছাড়পত্রহীন ইটভাটা বন্ধ করে দেয়া হবে। কারণ তারা বায়ুদূষণ করুক বা উন্নয়নের প্রয়োজন হোক বা না হোক তাদেরকে তো বন্ধ করতে হবে, তাদের তো কোনো অনুমোদন নেই। আশাপাশের দেশেও মাটি দিয়ে পোড়ানো ইট নেই। ব্লক ইট প্রস্তুতের যে উপাদানগুলো লাগে সেগুলো আমদানির বিষয় আছে। অবৈধ ইটভাটার ক্ষেত্রে কোনো সহানুভূতি দেখাবো না। সেগুলো বন্ধ হলে উন্নয়নে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করি না।
তিনি বলেন, তিস্তাসহ অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অধিকারের কথা বলবে অন্তর্বর্তী সরকার। তিস্তাপাড়ের মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাশার কথা জানা হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই বাংলাদেশ তার অধিকারের কথা বলে যাবে। আন্তর্জাতিক মহলেও বিষয়গুলো তুলে ধরা হবে। বাংলাদেশের অধিকারের কথা বলতে পিছপা হবো না।