
বিজ্ঞাপন দিয়ে কাজ শুরু করলেন নিরব
বিনোদন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গেল আগস্টে রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে। ছাত্র-জনতার গণআন্দোলনে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর একদিকে যেমন হয়েছে আনন্দ-উল্লোস, অন্যদিকে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে বলা যায়, গেল আগস্ট জুড়ে অনেকটাই টালমাটাল অবস্থায় ছিল দেশ।
স্থবির হয়ে পড়েছিল অফিস-আদালত থেকে শুরু করে সরকার-বেসরকারি প্রতিষ্ঠানগুলো। বিনোদন অঙ্গনও ছিল কর্মশূন্য। তবে গেল মাসের শেষদিকে সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। কাজ শুরু হয়েছে শোবিজেও। তবে তা স্বল্প পরিসরে। নতুন একক কাজের শুটিং না হলেও, কাজ হয়েছে ধারাবাহিক নাটকগুলোর।
এবার নতুন কাজ নিয়ে শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়ক নিরব হোসেন। তবে কোনো সিনেমা নয়, সরকারি একটি বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন এই চিত্রনায়ক। বিজ্ঞাপনটি যৌথভাবে নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। এটি নির্মাণ করছেন মাহবুবা ফেরদৌস।
নিরব বলেন, ‘এই মুহূর্তে মানিকগঞ্জে চলছে বিজ্ঞাপনের শুটিং। এখানে আমার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন। তাপদাহ নিয়ে নির্মাণ হচ্ছে জনসচেতনতামূলক এই বিজ্ঞাপনটি। যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানা ধরনের সচেতনতামূলক পরামর্শ থাকছে।’
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।