
র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঝিনাইদহ -১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদার গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি:
র্যাব ৬ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঝিনাইদহ -১ আসনের প্রাক্তন এমপি নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে র্যাব-৬ ও সেনাবাহিনীর একটি আভিযানিক দলের সাঁড়াশি অভিযান পরিচালনা করে আরাপপুর বাসস্ট্যান্ডের জামতলা এলাকার নিজ বাসা হতে তাকে গ্রেফতার করে।
নায়েব আলী জোয়ারদার দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি ছিলেন।
উল্লেখ, গত ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হলে গত ১৯ ও ২৪ আগষ্ট গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পৃথক পৃথক দুইটি নাশকতা মামলা দায়ের করা হয়। তিনি উভয় মামলার ১নং আসামি। গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন র্যাব ৬।