
হরিণাকুণ্ডুতে ট্রাক মালিক সমিতির সভাপতি লিটন সম্পাদক বিল্লাল
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ট্রাক মালিক সমিতি গঠিত হয়েছে। বৃহস্পতিবার হরিণাকুণ্ডু উপজেলা ট্রাক মালিকদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে মোস্তাফিজুর রহমান এল বি লিটন কে সভাপতি ও বিল্লাল হোসেন কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
আলোচনার মধ্যেদিয়ে নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে বলেন, অবহেলিত হরিণাকুন্ডু বাসী আমাদের থেকে আগামী দিনের নতুন পথ চলার মধ্য দিয়ে সুন্দর কিছু উপহার হিসেবে পাবে এবং আমরাও হরিণাকুন্ডু বাসীর সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া চাই যেন, আমরা হরিণাকুন্ডু ট্রাক মালিক সমিতি কে আমাদের প্রাণের সংগঠন হিসেবে গড়ে তুলতে পারি।
বিশেষ করে ট্রাক মালিকদের স্বার্থসংশ্লিষ্ট সকল প্রকারের সুবিধা অসুবিধা যেন আমরা একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করতে পারি।
ট্রাক মালিক সমিতির অন্যান্য পদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি।
অন্যান্য সদস্যরা হলেন,আশরাফুল আলম টোটন,আঃ সামাদ,আরিফ হোসেন, নজরুল ইসলাম, মিন্টু মিয়া,ফরিদ মিয়া,সাগর জোয়ার্দার, লিটন মিয়া,টুলু মিয়া,তারিপ শাহ,রুহুল মিয়া,আঃ সাত্তার , কাশেম,সাইফুল ইসলাম।