
ঝিনাইদহে গ্যাস বয়লার বিস্ফোরণে ১ জন নিহত
ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় টায়ার মেরামতের দোকানে গ্যাস বয়লার বিস্ফোরণের ঘটনায় ২০ বছর বয়সী এক মিস্ত্রি নিহত হয়েছেন।
নিহতের নাম সাব্বির হোসেন, তিনি হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৭ নভেম্বর) দুপুরে রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিলেন সাব্বির। হঠাৎ করে টায়ার হিট দেওয়ার সময় বয়লার মেশিনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কারণে সাব্বির গুরুতর আহত হন। তাকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এলাকার মানুষ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে, তবে এখনও কোনো মামলা দায়ের হয়নি।
এদিকে, নিহতের লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।