
বোতলজাত ও খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ৮ টাকা বাড়িয়েছে সরকার। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করে দাম বাড়ানোর ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সয়াবিন দেশের দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘স্থানীয় ডিলার বা ডিস্ট্রিবিউটর যারা আছেন, উনারাও আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে সার্বিকভাবে অবহিত। উনাদের হয়তোবা একটা আকাঙ্ক্ষা ছিল মূল্যের একটা কারেকশন আসতে পারে। এই কারেকশনের কারণে হয়তো অনেকে বাজারে বিলম্ব ঘটিয়েছে। এই বিলম্বজনিত কারণে বাজারে সরবরাহের কিছু ঘাটতি ছিল, আমরা আশা করি, এই বিলম্বের আর কোনো কারণ নেই।’
উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে।
আগামীকাল মঙ্গলবার থেকে ভোজ্যতেলের নতুন দাম কার্যকর হবে। দাম বাড়ানোর পর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৭৫ টাকায়। এ ছাড়া খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৫৭ টাকায়। আগে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৬৭ টাকা এবং খোলা তেল ১৪৯ টাকা।