
হাজারীবাগে ট্যানারি গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে বিজিবিও। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর হাজারীবাগে ট্যানারির গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশও। বিজিবির এক প্লাটুন সদস্য এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি বলেন, রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির গুদামে আগুনে উদ্ধার সহায়তায় কাজ করছে এক প্লাটুন বিজিবি।
সরেজমিনে দেখা যায়, আগুন লাগা ভবনের পাঁচতলা থেকে কাচ ভেঙে নিচে পড়ছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে আগুন লাগার ব্যাপারে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ দুপুর ২টার দিকে তারা আগুন লাগার খবর পেয়েছেন। সাততলা একটি ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আরও ইউনিট বাড়িয়ে বর্তমানে মোট ১২টি ইউনিট সেখানে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।