
নাহিদ ইসলাম রাজশাহী ব্যুরো: রাজশাহী পুঠিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বইমেলা ও লোকজ উৎসব শুরু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পুঠিয়া উপজেলা প্রশাসন এ মেলার আয়োজনে করে। সেই লক্ষ্যে এতে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর।
এই মেলায় বইয়ের পাশাপাশি উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও খাবার নিয়ে মেলায় ৫০ টির অধিক স্টল অংশ নিয়েছে। বাহারি পণ্য ও বইয়ের এসব স্টলে ভিড় করতে দেখা গেছে দর্শনার্থীদের।