
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি
শ্রীপুরে যুবকের মৃত্যু , কুমিল্লায় গুলিবিদ্ধ ৭ মহাসড়ক অবরোধ
যুক্তবাংলাদেশ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে গতকাল দেশের বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে মৃত্যু হয় এক যুবকের। কুমিল্লায় বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের হামলায় গুলিবিদ্ধ হন সাতজন। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় সিলেটে।
শ্রীপুরে নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম। তার বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি লেপ-তোশক তৈরির কাজ করতেন। শ্রীপুর থানার ওসি আকবর আলী খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীরের আত্মীয় দাবি করা কাজল মিয়া নামের এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানান, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলাকালে জাহাঙ্গীর আলম দোকানে ছিলেন। বেলা ৩টার দিকে তিনি খবর পান, চন্নাপড়া এলাকার সড়কে জাহাঙ্গীরের লাশ পড়ে আছে। তিনি বলেন, ‘জাহাঙ্গীরের মৃত্যু কীভাবে হয়েছে, তা জানতে পারিনি।’
ওসি আকবর আলী খান বলেন, ‘রাস্তায় পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। এ মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না। আমরা ব্যস্ত আছি।’
এদিকে বিক্ষোভ কর্মসূচি ঘিরে গতকাল কালিয়াকৈরের চন্দ্রা, শ্রীপুরের মাওনা চৌরাস্তা ও গাজীপুর শহরের ডুয়েট এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। আন্দোলনকারীরা মাওনায় একাধিক পুলিশ বক্স ও গাড়ি পুড়িয়ে দেয়।
কুমিল্লা নগরীর পুলিশ লাইনস ও রেসকোর্স এলাকায় গতকাল দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা চালায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাতজন গুলিবিদ্ধ হন। আহত হন অন্তত ৩০ জন। গুলিবিদ্ধ সাতজন হলেন আরফান মজুমদার, সৌরভ, মারুফ, আসিফ, মৃদুল, সুজন ও সানি। তাদের মধ্যে সৌরভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কুমিল্লার চান্দিনায় এসিল্যান্ডের গাড়িতে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় গাড়িতে আগুন দেয়া হয়।
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ ঘটে। নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এতে বেশকিছু আন্দোলনকারী আহত হন। বেশ কয়েকজন আন্দোলনকারীকে ধরে নিয়ে যায় পুলিশ।
বরিশালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গাড়ি ও পুলিশ বক্স ভাংচুরের ঘটনা ঘটে। ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় কোনো শিক্ষার্থী জড়িত নন বলে দাবি করেছেন আন্দোলনকারী একাধিক নেতা।
এর আগে দিনভর প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিএম কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সাড়ে ১১টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা।
বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সেখানে পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় প্রায় ২০ জন আহত হয়।
দেশব্যাপী ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, মামলা, খুনের প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের হাতে লাঠিসোটা দেখা গেছে।
ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। গতকাল টাউন হল মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে মেডিকেল শিক্ষার্থী ডা. সজীব হত্যার বিচার এবং ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা।
নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। শহরের কাজীর মোড়ে সমবেত হয়ে এ কর্মসূচি শুরু করেন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের মুক্তির মোড় হয়ে বাটার মোড়ের দিকে রওনা হন। সরিষাহাটির মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছলে শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাংচুর করেন জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সেখানে অন্তত ১৮ জন আহত হন।
নোয়াখালীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা। মাইজদীর টাউন হল মোড় এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে দুই দফায় হামলা চালানো হয়। এর আগে আন্দোলনকারীরা সুধারাম মডেল থানায় ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ পুলিশের।
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি চলাকালে তিনটি পুলিশ বক্সসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনটি ওয়ার্ড কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক সাইফুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। এরপর মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্বরে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বিতর্কিত’ সমন্বয়ক রাফিন হাসান অর্ণবকেও পিটিয়ে আহত করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। বিকাল ৪টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে মিছিল শুরু হয়।
ফরিদপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
এদিকে অনিবার্য কারণবশত আজ সব ট্রেন চলাচল স্থগিত রাখার কথা জানিয়েছে রেলওয়ে।
বিক্ষোভ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বেলা ১১টার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা, শনির আখড়া, যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সন্ধ্যার পর শনির আখড়া থেকে দনিয়া কলেজ পর্যন্ত অংশের বিভিন্ন পয়েন্টে বাস ও ট্রাক দিয়ে ব্যারিকেড দেন আন্দোলনকারীরা। এসব ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুরে ঘণ্টাব্যাপী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার যানগুলো অবরোধের আওতামুক্ত থাকে। এর আগে বেলা ১১টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটায় ওই এলাকার আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনে বিক্ষোভ মিছিল করেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় আন্দোলনকারীরা অবস্থা নিলে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলা হলে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।