
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি গাঁজাসহ সাজেদা বেগম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানাধীন রহনপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানাধীন বহনপুর এলাকার মৃত হযরতের মেয়ে।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে পারভীন আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানাধীন রহনপুর এলাকায় মাদক ব্যবসায়ী সাজেদার বসত ঘর ঘেরাও করে।
এ সময় ডিএনসি’র সদস্যরা অভিযান শুরু করলে মাদক ব্যবসায়ীর বসত ঘরের ভিতরে থাকা একটি কাঠের ওয়ারড্রাবের উপরের ড্রয়ার ভিতরে থাকা বড় প্লাষ্টিক বাজার ব্যাগের মধ্যে থেকে মোড়ানো ৪কেজি গাঁজা উদ্ধার করে।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের জানতে পারা যায় তালিকাভুক্ত
মাদক ব্যবসায়ী সাজেদা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।