
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সেলিম রেজা (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ কেজি গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী জেলা কার্যালয়ের সদস্যরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার পুঠিয়া থানাধীন রাজশাহী-নাটোর মহাসড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন তেঁতুলতলা (বাটাপাড়া) এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আলমগীর হোসেনের তত্ত্বাবধানে পরিদর্শক রায়হান আহমেদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার পুঠিয়া থানাধীন রায়হানা ক্লিনিকের দক্ষিণ পাশে রাজশাহী-নাটোর মহাসড়কের হবিগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি নীল হলুদ রংয়ের সিংগেল কেবিন পিকআপ গতিরোধ করে ঘেরাও করে।
এসময় পিকআপ গাড়িটি তল্লাশি শুরু করলে গাড়ির উপর ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় বিভিন্ন ব্রান্ডের সিগারেটের খালি কাগজের পাঁচটি কার্টুনে অভিনব কায়দায় স্কচটেপ ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির চৌকস দলটি।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের পরিদর্শক রায়হান আহমেদ খান এ তথ্য নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।