
আনোয়ার হোসেন রতন: রাজশাহীর বাগমারা উপজেলার ০৫ নং আউচপাড়া ইউনিয়ন রক্ষিত পাড়ার ঐতিহ্যবাহী পরিবার উপজেলার সাবেক চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান (জিয়া) ও আউচপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ডি.এম সাফিকুল ইসলাম (সাফি)’র উদ্যোগে তাদের পিতা মৃত আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দেওয়ান এর সন্তুষ্টি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) রক্ষিত পাড়া দাখিল মাদ্রাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র সিয়াম সাধনা পর আয়োজিত অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে মৃত আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দেওয়ান এর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্দাস ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি নেতা মামুনুর রশিদ, তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি আবুল কালাম আজাদ, গোবিন্দ পাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার সৈয়দ আলী, বাসুপারা ইউনিয়ন বিএনপি নেতা মোখলেসুর রহমান, ব্যাংকার আব্দুল জলিল, বিএনপি নেতা মাস্টার রফিকুল ইসলাম সাজু সহ আরো উপজেলার অনেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।