
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল ইসলামের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে তাহেরপুর পৌরসভার হরিতলা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে ইউএনওকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দেওয়া হয়।
এ মানববন্ধনে তাহেরপুর কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, পৌরসভার নির্মিত দোকানঘর থেকে কলেজ কর্তৃপক্ষের ভাড়া আদায় বন্ধ করে দিয়ে ইউএনও ফ্যাসিবাদী আচরণ করেছেন এবং ১৯৭১-এর চেতনার বিরোধিতা করছেন।
মানববন্ধনে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান অংশ নিলেও তিনি দাবি করেন, দলীয় পরিচয়ে নয়, কলেজ শিক্ষক হিসেবে কর্মসূচিতে যোগ দিয়েছেন। ব্যানারে ‘ফ্যাসিবাদ’ শব্দটি তিনি আগে খেয়াল করেননি বলেও জানান।
ঘটনার পেছনে রয়েছে দোকানঘর ভাড়া নিয়ে দ্বন্দ্ব। জানা গেছে, তাহেরপুর কলেজ–সংলগ্ন দোকানঘরগুলো পৌর কর্তৃপক্ষ নির্মাণ করে দীর্ঘদিন ভাড়া আদায় করে আসছিল। তবে গত ৫ আগস্ট থেকে কলেজ কর্তৃপক্ষ ৪১টি দোকান নিজেরা নিয়ন্ত্রণে নেয় এবং ভাড়া আদায় শুরু করে। ২২ এপ্রিল ইউএনও কলেজ অধ্যক্ষের কাছ থেকে লিখিত নিয়ে জানান, দোকান থেকে আর কলেজ ভাড়া আদায় করতে পারবে না, কারণ দোকানঘরগুলো পৌরসভার সম্পত্তি।
তাহেরপুর কলেজের সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার বলেন, দোকানঘরের জায়গাগুলো কলেজের ছিল এবং ইউএনও একটি ‘সাদা কাগজে’ লিখিত নিয়ে ভাড়া বন্ধের আদেশ দেন, যা গ্রহণযোগ্য নয়। এ কারণেই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
অন্যদিকে ইউএনও মাহাবুবুল ইসলাম বলেন, দোকানঘরগুলো পৌরসভার, তাই সেখান থেকে ভাড়া আদায় করবে পৌরসভা। এটি আইনগতভাবে সঠিক পদক্ষেপ।