
নিজস্ব প্রতিবেদক: নাটোরে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর জেলার সিংড়া থানাধীন শেরকোল শাহী বাজার নামক স্থান থেকে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।
গ্রেফতারকৃত হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দক্ষিণ পাড়া এলাকার হযরত আলীর দুই ছেলে
মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) ও শহীদুল ইসলাম ওরফে বাবু (২৫)। দুইজন পেশায় ট্রলির হেলপার হিসেবে কর্মরত।
জানা গেছে,মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে পরিদর্শক পারভিন আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে সিংড়া থানাধীন শেরকোল শাহী বাজার নামক স্থানে অবস্থান করেন।
এসময় একটি পাওয়ার ট্রলি গাড়ীকে গতিরোধ করে ঘেরাও করে তল্লাশি শুরু করে ডিএনসির চৌকস সদস্যরা। তল্লাশিকালে টলি গাড়ীটির ড্রাইভার ও হেলপারের সিটের নিচে টুল বক্সের ভিতরে লুকায়িত অবস্থায় ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে ট্রলিতে বিভিন্ন জায়গায় মাদক পাচার করে আসছিলেন দু’জন মাদক ব্যবসায়ী।
রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।