
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পৃথক অভিযানে হেরোইন উদ্ধার করা হয়েছে। এসময় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়।
শনিবার (১৭ মে) চাঁপাইনবাবগঞ্জ জেলায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।
জানা গেছে,মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে পরিদর্শক পারভীন আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চাঁপাইনবাবগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর স্টেশন নুনগোলা কেডিসি পাড়ায় হালিমা বেগম ওরফে বেহুলা (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করলে বসত ঘরে থাকা কাঠের খাটের নিচে লুকায়িত অবস্থায় একটি বড় প্লাষ্টিক বাজার ব্যাগের মধ্যে থেকে দুই কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ বেহুলাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে শনিবার সকাল ১০টার দিকে ডিএনসির অভিযানে কেডিসি পাড়ায় মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের ভিতরে থাকা একটি চালের ড্রামের ভিতরে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিক বাজার ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজাসহ সাজেদা বেগম (৫৩) নামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর স্টেশন নুনগোলা কেডিসি পাড়ায় পৃথক অভিযান পরিচালনা করা হলে গাঁজাসক তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, বেলা ১২টার দিকে কেডিসি পাড়ায় আসমা বেগম (৫৩) নামের এক পলাতক মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বসতঘরের ভিতরে থাকা কাঠের ওয়ারড্রাবের উপরের ড্রয়ারে লুকায়িত অবস্থায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।