
নিজস্ব প্রতিবেদক: ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে রাজশাহীতে বিআরটিএ’র বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৯ জুন) আরএমপি পুলিশ, মালিক ও শ্রমিক সংগঠনসহ বিআরটিএ’র সমন্বয়ে ভিজিলেন্স টিমের পরিবহন কাউন্টারে মনিটারিং ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার বিতরণ করা হয়েছে।
এসময় নগরীর শিরোইল বাস টার্মিনালে অবস্থিত পরিবহন কাউন্টার গুলোতে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সকল ঢাকা গামি পরিবহন কাউন্টারে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, যাত্রীদের সাথে আচার-আচারণ, ভালো ব্যবহার এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রতিটি পরিবহণ কাউন্টারে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার লাগানোসহ বিতরণ করা হয়।
বিআরটিএ’র রাজশাহী সার্কেল কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আবুল কালাম আজাদ জানান,পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে পরবর্তী ঈদ যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে ও নিরাপদ ভাবে মানুষের ঘরে ফেরা ও চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিআরটিএর চেয়ারম্যান মোঃ ইয়াছিন এর নির্দেশনায় বিভাগীয় পরিচালক মোঃ শফিকুজ্জামান ভুঞায়ার তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিনের পরিচালনায় ভিজিলেন্স টিম পরিবহন কাউন্টার গুলোতে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী সাধারণগনের সাথে ভালো আচরণ হচ্ছে কিনা মনিটারিং এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার লাগানো ও বিতরণ করা হয়েছে।
এসময় সহকারী রাজস্ব কর্মকর্তা মো: আতাউর রহমান,অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর বিজন কুমার পাল,অফিস সহায়ক আলীসহ মালিক–শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।