
নিজস্ব প্রতিবেদক: ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১১ জুন) সকালে বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে বাসের বিভিন্ন কাউন্টারগুলোকে অভিযান পরিচালনা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও হিমাচল শ্যামলী ব্যানারে চলা এক পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদপরবর্তী সময়ের টিকিটের ক্ষেত্রে অনলাইনে বেশি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অনলাইনে ভাড়া কমিয়ে প্রদর্শন করার জন্য কাউন্টারগুলোকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। কাউন্টার এলাকায় বিআরটিএর ভিজিল্যান্স টিম থাকছে। কোনো কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে হেলমেটবিহীন ও ওভারস্প্রিডে মোটরসাইকেল না চালানো এবং জনসাধারণকে সচেতন করতে নগরীর বিভিন্ন এলাকায় বিআরটিএর ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ভিজিল্যান্স টিমহ মালিক–শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।