
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার হওয়া ৭৫টি হারানো মোবাইল ফোন মালিকদের হাতে ফেরত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, “একসময় হারানো মোবাইল উদ্ধার প্রায় অসম্ভব ছিল। কিন্তু প্রযুক্তি ও পুলিশের আন্তরিক প্রচেষ্টায় এখন তা অনেক সহজ হয়েছে।”
তিনি আরও বলেন, “মোবাইল শুধু যোগাযোগের মাধ্যম নয়; শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং ও সামাজিক যোগাযোগের জন্যও এটি অপরিহার্য। তাই এর ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।”
পুলিশ কমিশনার সতর্ক করে জানান, অনেক অসাধু ব্যক্তি চুরি করা মোবাইল কেনাবেচায় জড়িত থাকে। এ কারণে প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হন সাধারণ মানুষ। তাই পুরনো বা ব্যবহৃত মোবাইল কেনার সময় বিক্রেতার পরিচয় ও মোবাইলের বৈধতা যাচাই করার আহ্বান জানান তিনি।
আরএমপি জানায়, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাইবার ক্রাইম ইউনিট ও থানা পুলিশের সহায়তায় মোট ৫১২টি হারানো মোবাইল উদ্ধার হয়েছে। এর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হওয়া ৭৫টি ফোন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়।
নাগরিকদের যেকোনো প্রযুক্তিগত বা আইনগত সহায়তার জন্য আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্র হটলাইন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯ এবং সাইবার হটলাইন: +৮৮০১৩২০০৬১৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।