রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গের হাট মহিলা কলেজ সংলগ্ন মাঠে দুই দিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে উৎসবমুখর পরিবেশে। শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এফ.এফ.সি শাকিব দল ট্রাইবেকারে ৩–১ গোলে মিয়াপুর সেভেন স্টার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার–আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল এবং নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ–সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন সাবেক প্রধান শিক্ষক কবির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শিহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মুজাহিদ ও সেলিম রেজা, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য মাজদার হোসেন, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান, জাতীয়তাবাদী আইন ফোরাম রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান ফুয়াদ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, হুজরীপাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান খান, যুবদল নেতা আতিকুর রহমান টিপু, ৪নং ওয়ার্ড যুবদল নেতা আশরাফুল ইসলাম রাজবি, ছাত্রনেতা সাকিব ও নাজমুল ইসলাম।
প্রধান অতিথি এডভোকেট শফিকুল হক মিলন বলেন,
> “পতিত সরকারের আমলে বিএনপির নামে কোনো ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বাধা দেওয়া হতো। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে—আজকের খেলায় জনসমাগমই তার প্রমাণ।”
তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে, সমাজকে মাদকমুক্ত রাখে এবং ঐক্যের বন্ধন দৃঢ় করে। তিনি আগামীতেও এমন ক্রীড়া আয়োজনের পাশে থাকার আশ্বাস দেন ও আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার–আপ দলের হাতে মেডেল ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

