গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে — বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, “একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড কাকতালীয় নয়, এর পেছনে নাশকতার গন্ধ রয়েছে। দেশের মানুষ এখন প্রশ্ন তুলছে—এই আগুনের পেছনে কারা, কেনই বা এমন পুনরাবৃত্তি ঘটছে?”
বুধবার (২২ অক্টোবর) সকালে রাজশাহীর আড়ানী মনোমোহনী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
সভাটি অনুষ্ঠিত হয় তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামত কাঠামো ৩১ দফা’ বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে।
আব্দুস সালাম বলেন, “জনগণ যখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ, তখন ইচ্ছাকৃতভাবে এসব অগ্নিকাণ্ড ঘটিয়ে ভয় ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটি আসলে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “সরকার নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা করছে। কিন্তু জনগণ এখন সচেতন—তারা জানে, এসব ঘটনার মাধ্যমে নির্বাচনের পরিবেশ নষ্টের চেষ্টা চলছে।”
পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, “সংবিধানে পিআর পদ্ধতি নেই, আগে কখনও তা প্রয়োগ হয়নি। ভোটাধিকার হলো জনগণের মৌলিক অধিকার—তা কোনো জটিল পদ্ধতিতে সীমাবদ্ধ করা যায় না।”
তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, “এটি রাজনৈতিক ঘোষণার চেয়ে বেশি—এটি রাষ্ট্র পুনর্গঠনের নকশা, যেখানে প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থার স্বাধীনতা ও দুর্নীতি দমনের দিকনির্দেশনা রয়েছে।”
সভায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. তোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।
সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।”
তারা জনগণকে আহ্বান জানান, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করতে।

