রাজশাহী মহানগরীতে নিখোঁজের চার দিন পর নিজ শয়নকক্ষ থেকে জামিল (৫২) নামে এক ব্যক্তির পচাগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ (গ্রেটার রোড) এলাকায় তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জামিল ওই এলাকার মৃত সামশুল কোরাইশির ছেলে।
স্থানীয় এক যুবক জানান, গত চার দিন ধরে জামিল নিখোঁজ ছিলেন। তার ছাত্রাবাসের শিক্ষার্থীরা এবং পরিবারের সদস্যরা তাকে খুঁজেও কোনো সন্ধান পাচ্ছিলেন না। শুক্রবার দুপুরে ছাত্রাবাসের ট্যাংকিতে পানি না থাকায় শিক্ষার্থীরা ৪র্থ তলায় তার কক্ষে তাকে ডাকতে গেলে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হয়। এতে তাদের সন্দেহ সৃষ্টি হলে তারা বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে ডাকে। পরে তাদের সহায়তায় ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জামিলের পচাগলিত লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন থানায় এলে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

