রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রাজশাহী কমিউনিকেশন, আল মামুন অনলাইন ও পদ্মা ডিজিটালের চেয়ারম্যান আল-মামুন ইন্তেকাল করেছেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বুধবার রাতে ঘুমাতে যাওয়ার পর সকালে তিনি আর ঘুম থেকে ওঠেননি। পরে দুপুরে তাকে ডাকতে গেলে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় পান। ধারণা করা হচ্ছে—ঘুমের মধ্যেই তিনি ইন্তেকাল করেছেন।
শুক্রবার বাদ জুম্মা তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানেই দাফন সম্পন্ন হবে বলে জানায় পরিবার। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আল-মামুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাবেক সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জনসেবামুখী কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং ব্যক্তিগত সততার কারণে তিনি ওয়ার্ডবাসীর কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিভিন্ন মহল।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

