রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। এবারের নির্বাচনে দুটি প্যানেল—‘ক’ ও ‘খ’ অংশগ্রহণ করছে।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দুই প্যানেল মিলিয়ে মোট ৮৬ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী। ভোটারদের সুবিধার্থে দুটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি কেন্দ্র রাজশাহীতে এবং অপরটি ঢাকায় অবস্থিত থাকবে।রাজশাহী কলেজ অডিটোরিয়াম ১৯ ও এলজিইডি ভবন ঢাকায় ২০ ডিসেম্বর সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
নির্বাচনকে ঘিরে অ্যালামনাই সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।দিনরাত ভোটারদের মাঝে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
নির্বাচন সম্পর্কে জানতে চাইলে ক প্যানেলের সহ প্রচার সম্পাদক পদপ্রার্থী,মোঃ মহসিন রেজা বলেন ‘এটি শুধু নির্বাচন নয় এর মধ্য দিয়ে আমাদের বন্ধুদের সাথে সম্পর্ক বৃদ্ধি করে। দীর্ঘদিন পর বন্ধুদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারাটাও একটি বিষয়। নির্বাচনে যারাই জয়ী হোক না কেন আমাদের সকলের বন্ধুত্ব থাকবে অটল এ প্রত্যাশাই করি।
ইতিমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

