“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে এই ফরম উত্তোলন করা হয়।
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় পবা ও মোহনপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরম উত্তোলন শেষে আলী আশরাফ মাসুম সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমানে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশকে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ রাষ্ট্র সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এখন সময়ের দাবি। ২০২২ সালে ঘোষিত এই ম্যানডেট গণতন্ত্র পুনরুদ্ধারে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, শনিবার পর্যন্ত রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের বিপরীতে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির চারজন, জামায়াতে ইসলামীর একজন এবং চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ঘনিয়ে আসায় রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে এখন পুরোদমে নির্বাচনী আমেজ বিরাজ করছে।”

