বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা মোহনপুর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, আগামী দিনে কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি নয় সবাইকে সঙ্গে নিয়েই বাংলাদেশ গড়ে তোলা হবে।
শনিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এবং জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট শফিকুল হক মিলন বলেন, গত ২৫ ডিসেম্বর থেকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর জনগণের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছেন। ঢাকায় তার আগমন উপলক্ষে লক্ষ লক্ষ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ষড়যন্ত্রকারীদের গভীর চিন্তায় ফেলেছে। তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, তারেক রহমান রাজশাহীতেও আসবেন এবং এখানকার জনগণের সঙ্গে সরাসরি কথা বলবেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার দোয়া চান।
মিলন আরও বলেন, আগামী বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটি সুন্দর, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। এজন্য সবাইকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি।
তিনি জানান, আগামী মাসের ২১ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এর আগে কেউ যেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
বিএনপি নেতা বলেন, গত সতের বছর ধরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচার সরকারের পতনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। অনেক নেতাকর্মী কারাবরণ, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। তবুও বিএনপি কোনো প্রতিহিংসার রাজনীতি করবে না। আগামী দিনে সবাইকে নিয়েই দেশ গড়ার কাজ করা হবে।
পথসভা শুরুর আগে এডভোকেট শফিকুল হক মিলন বড়গাছী বাজারের প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বাজার এলাকায় এ সময় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমাগম ঘটে। দোকানদার, পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকরা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন। পুরো বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় জনগণ অভিযোগ করে বলেন, স্বৈরাচার সরকার দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। পাশাপাশি ধর্মের নামে রাজনীতি করে বিভ্রান্তি সৃষ্টিকারী দল থেকেও জনগণকে দূরে থাকার আহ্বান জানান তারা।
এ সময় পথসভায় উপস্থিত ছিলেন, পবা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, বড়গাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা, ইউপি সদস্য পান্না, ইউপি সচিব নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ আলী, মোজাম্মেল হক ভিকু, জয়নাল আবেদীন, জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ড. মোজাফফর হোসেন মকুল, বিএনপি নেতা জালাল সরকার, স্বেচ্ছাসেবক দল সভাপতি জয়নাল হক ও সাধারণ সম্পাদক ওয়াসিম, যুবদল নেতা সোহাগ রানা, কৃষকদল নেতা আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সজল, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, বড়গাছী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, ইউপি সদস্য ফারুক হোসেন, মহিলা সদস্য সীমা বেগম ও ময়না বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে শনিবার রাতে এডভোকেট শফিকুল হক মিলন পবা উপজেলায় অনুষ্ঠিত দুটি জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

