নিজের মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, আসন্ন নির্বাচনে সারাদেশে বিএনপির নিরঙ্কুশ বিজয় হবে।
সোমবার বিকেলে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মিনু বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল। এই মুহূর্তে সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। বিগত ১৭ বছরে তিনি দলকে সুসংগঠিত করেছেন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে একটি বাদে সবগুলোতেই বিএনপি জয়লাভ করেছিল। এবারও রাজশাহী বিভাগ তো বটেই, সারাদেশে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা সবাই ভাই ভাই। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। রাজশাহী শান্তির মহানগরী। প্রশাসন সবার সঙ্গে সুন্দরভাবে কাজ করছে। আশা করছি শেষ পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
এদিকে মনোনয়ন দাখিলের শেষদিনে উৎসবমুখর পরিবেশে রাজশাহীর ৬টি আসনের প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রাজশাহীর ৬টি আসনের বিপরীতে মোট ৫৬টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়। এর মধ্যে অনেক প্রার্থী উপজেলা পর্যায়ের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেও রাজনৈতিক দলগুলোর হেভিওয়েট প্রার্থীরা রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

