তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল।
অধ্যাপক ইউনূস তার বার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বের মাধ্যমেই জাতি বারবার স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হওয়ার প্রেরণা পেয়েছে।
প্রধান উপদেষ্টা তার শোকবার্তায় বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন অর্জন তুলে ধরেন।
তিনি বলেন, নারী শিক্ষার প্রসারে তার প্রবর্তিত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচি ছিল দেশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। এ ছাড়াও তিনি ১৯৯১ সালে দায়িত্ব গ্রহণের পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে দেশের অর্থনীতির মজবুত ভিত্তি স্থাপন করেছিলেন।
বিশেষভাবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ কারাবাস ও নানা প্রতিকূলতার মাঝেও তাঁর অটুট মনোবল দেশবাসীকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।
জাতির এই অপূরণীয় ক্ষতির দিনে প্রধান উপদেষ্টা মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও বিএনপি নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সাথে তিনি দেশবাসীকে ধৈর্য ধারণ করার এবং যার যার অবস্থান থেকে দেশের এই বরেণ্য নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

