রাজশাহী নিউমার্কেট সমিতির আহ্বায়ক মোঃ নূর কুতুবী আলম (মুনু)-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১টার দিকে রাজশাহী নিউমার্কেটের সামনে এ দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শফিউল আলম বুলু, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাইনুল হক হারু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রকিবুল হক টফি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আকবর আলী জ্যাকি, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান হিমেল, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাহাবুবুল আলম সানি।
এছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের জন্য তাঁর ত্যাগকে স্মরণ করেন। পরে বিশেষ দোয়া মোনাজাত পরিচালিত হয় এবং সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

