চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় র্যাবের পৃথক অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে র্যাব-৫, সিপিসি-১ এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় দ্বিতীয় মহানন্দা ব্রিজের উত্তর পাশে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ব্যাটারিচালিত ইজি বাইকে করে মাদক পরিবহনের সময় তসিকুল ইসলাম (৫৫) নামের এক কারবারিকে আটক করা হয়। তার ইজি বাইকের সামনের টুলবক্স থেকে ২৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত হেরোইন তিনি গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রামের মো. জসিম উদ্দিন (৪৫)-এর কাছ থেকে সংগ্রহ করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রামে অভিযান চালায়। সেখানে জসিম উদ্দিনকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। তার বাড়ির ডাইনিং রুমের সঙ্গে সংযুক্ত বাথরুমের ফলস সিলিংয়ের ওপর থেকে ২০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তসিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকারামপুর এলাকার বাসিন্দা এবং জসিম উদ্দিন দিয়ার ধাইনগর গ্রামের মৃত কাওছার আলী মাস্টারের ছেলে।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক অর্ধকোটি টাকা। গ্রেপ্তার দুই আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

