রাজশাহীতে লবণ পরিবহনের আড়ালে অর্ধকোটি টাকা মূল্যের গাঁজা বহনের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় একটি কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বর বাজার এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় যশোর-ট-১১-৪৭০৫ নম্বরের একটি কার্গো ট্রাক তল্লাশি করে লবণের বস্তার আড়ালে লুকানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম হাসানুর রহমান (৩৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজার পাশাপাশি ১৩ হাজার কেজি লবণ ও নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসানুর রহমান জানান, বিক্রির উদ্দেশ্যেই তিনি গাঁজাগুলো বহন করছিলেন। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে র্যাব আরও জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত আদালতের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়ায় পাঠানো হবে।

