রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ধারাবাহিক অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে আরএমপি ।
আরএমপি জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ গুরুতর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ২৫ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ২৫ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ৭ জন, মাদক মামলার আসামি ১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৭ জন।
এদিকে চলমান অভিযানের অংশ হিসেবে বোয়ালিয়া থানার পঞ্চবটি নদীর ধার এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি আ. রহিম মামুন (৪২)। তিনি রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দলের একজন সক্রিয় কর্মী। তার পিতার নাম মৃত আ. মজিদ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আরএমপি।

