রাজশাহীতে ডাবল গরু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই নাইজেরিয়ান খেলোয়াড়ের দুর্দান্ত নৈপুণ্যে মুগ্ধ হন দর্শকরা। শনিবার রাত ৯টায় পবার দামকুড়া কাদিপুর গোরস্তান মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। খেলাটি দেখতে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুনিয়ার টাকা লাগবে দল ও সাব্বির একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে সাব্বির একাদশ ১টি গোল করে এগিয়ে যায়। পরে দুনিয়ার টাকা লাগবে দল ১ গোল করে সমতা ফেরায়। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে সাব্বির একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।
খেলা চলাকালীন বিরতিতে (হাফটাইমে) ডাবল গরু মাঠে এনে দর্শকদের প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। পাশাপাশি দুই নাইজেরিয়ান খেলোয়াড়ের নৈপুণ্যময় খেলায় মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শফিকুল হক মিলন বলেন, “সুদূর নাইজেরিয়া থেকে দুইজন খেলোয়াড় এসে এই এলাকায় খেলেছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়। তাদের আগমন ও দুর্দান্ত পারফরম্যান্স এই এলাকার ক্রীড়াঙ্গনে এক প্রাণবন্ত মুহূর্ত সৃষ্টি করেছে। পাশাপাশি আমাদের দেশের তরুণ খেলোয়াড়রা তাদের হারিয়ে প্রমাণ করেছে আমরাও রোনালদো বা মেসির মতো মানের খেলা উপহার দিতে পারি।”
তিনি আরও বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন আমরা ভবিষ্যতে আরও বেশি করে করতে চাই। কারণ খেলাধুলাই পারে শরীর ও মন সুস্থ রাখতে এবং তরুণ সমাজকে মাদকমুক্ত সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে।”
ফাইনাল ম্যাচ ও পুরো আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

