রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আরএমপি সূত্র জানায়, যৌথ বাহিনীর সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়। অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ৩৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৯ জন রয়েছেন।
পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকা থেকে হানিফ মোহাম্মদ পলাশ (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা একেএম ফজলুল হক হলের সেকশন অফিসার হিসেবে কর্মরত। এছাড়া তিনি পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পবা থানার কিসমতকুখন্ডী বুধপাড়া এলাকায়। তিনি জোনাব আলীর ছেলে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

