চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়ন এলাকায় বিশেষ কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৫, সিপিসি-১। এ সময় মো. রিপন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার শিবগঞ্জ থানাধীন ১০ নম্বর মনাকষা ইউনিয়নের মুঞ্চিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. রিপনের বসতবাড়ির উত্তর পাশে নেপিয়ার ঘাস চাষকৃত জমির ভেতর মাটির নিচে পুঁতে রাখা দুটি প্লাস্টিক ড্রামের সন্ধান পাওয়া যায়। ড্রাম দুটি ছাই ও খড় দিয়ে ঢেকে রাখা ছিল।
উদ্ধারকৃত ড্রাম থেকে ২৯৫ বোতল ফেনসিডিল, ৬ বোতল ‘ম্যাজিক মোমেন্টস’ এবং ৬ বোতল ‘সিগ্রামস ব্লেন্ডার্স’ বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত রিপন মাদক সংরক্ষণ ও বিক্রির বিষয়টি স্বীকার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

